
আসাদুজ্জামান :
সাতক্ষীরা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার দুপুরে সাতক্ষীরা পৌরসভার সদ্য সাবেক মেয়র আলহাজ্ব এমএ জলিল নবনির্বাচিত মেয়র তাসকিন আহমেদ চিশতির কাছে তার দায়িত্বভার হস্তান্তর করেন।
এ উপলক্ষে পৌরসভার হলরুলে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র তাসকিন আহমেদ চিশতিসহ কাউন্সিলরদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, সদ্য সাবেক মেয়র আলহাজ্ব এমএ জলিল, অপর মেয়র প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আহজার হোসেন।
বক্তব্যে তারা দু’জনই নবনির্বাচিত মেয়রের সফলতা কামনা করেন।
এ সময় নবনির্বাচিত মেয়র তাসকিন আহমেদ চিশতি তাদের আশির্বাদ কামনা করেন।
অনুষ্ঠানে সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এদিকে, দুপুরে নব নির্বাচিত মেয়র তসকীন আহম্মেদ চিশতি ও নির্বাচিত কাউন্সিলরবৃন্দ সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের অফিসে গিয়ে তার সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। তারা ফুলের তোড়া দিয়ে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান। এ সময় নবাগত জেলা প্রশাসক সকলের সহযোগিতা কামনা করেন।