
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ড থেকে নব নির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু’কে নাগরিক সংবর্ধণা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে শহরের ইটাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইটাগাছা উত্তরপাড়া এলাকাবাসির আয়োজনে জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি দ্বীন আলী’র সভাপেিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র এলাকার আব্দুর রহিম, আব্দুল মজিদ, প্রফেসার জামাল উদ্দিন, মোঃ আয়ুব হোসেন, এ্যাড. আব্দুল মতিন, মোঃ আব্দুল জব্বার, পিয়ার আলী, ঠিকাদার আব্দুল গফুর, মোঃ জাহাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন শেখ আব্দুল ওহেদ। আলোচনা সভা শেষে ফুল ও ক্রেষ্ট দিয়ে এলাকা বাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধণা দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোজাম্মেল হক।