
প্রেস বিজ্ঞপ্তি :
বৃহস্পতিবার বাদ জহুর লাইট হাউস কনসোর্টিয়াম সাতক্ষীরা ডিআইসিতে
সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শেখ শফিক উদ্ দৌলা সাগর রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । তিনি লাইট হাউস কনসোটিয়ামের “প্রকল্প সহায়ক দলের ” একজন সম্মানিত সদস্য ।
বর্তমানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন । উক্ত দোয়া মাহফিল এ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মাসুম বিল্লাহ টুটুল , মোঃ আরিফুর রহমান খান বাপ্পি , ডিআইসি ম্যানেজার মোহাম্মদ সন্জু মিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মীর মুনাওয়ারুল হক । এ ছাড়াও ডিআইসির সকল ষ্টাফ গণ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।