
বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আব্দুর রউফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় পৌরসভা আইন, ২০০৯ এর ধারা ৩১ এর উপধারা (০১) এ প্রদত্ত ক্ষমতাবলে মেয়র তাজকিন আহমেদ চিশতিকে সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হলো। একই সাথে প্যানেল মেয়রকে অনতি বিলম্বে মেয়রের দায়িত্বভার গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, আব্দুস সেলিম সাতক্ষীরা পৌরসভার ১ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলো। গত মাসে তিনি পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব গ্রহণ করেন।