
আলতাফ হোসেন বাবু :
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করতে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
সোমবার বিকাল থেকে তিনি পৌর সভার চালতে তলা, কুখরালী আমতলা, ইটাগাছা খড়িবিলাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
সোমবার রাত সাড়ে ৮ টায় খড়িবিলা মোড়ে গণসংযোগ করেন তিনি। এসময় পৌর আওয়ামীলীগ সভাপতি আবু সায়ীদ ওই এলাকার সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার জলাবদ্ধতা, রাস্তাঘাটসহ সাধারণ মানুষের দুঃখ, দূর্দশার খোজ খবর জানতে চান।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভা ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, আবুল কাশেম, জামালপাশা, শওকত হোসেন, সামছুল াালম, শহিদুল ইসলাম, যুবলীগ নেতা হারুণ উর রশিদ প্রমুখ। গণসংযোগ কালে পৌর আওয়ামীলীগ সভাপতি আবু সায়ীদ দলীয় নেতা কর্মীসহ সাধারণ মানুষের নিকট দোয়া ও আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।