
আব্দুর রহমান :
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করতে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। বুধবার বিকাল ৫টায় পুরাতন সাতক্ষীরা মাদ্রাসা পাড়ায় এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার ফয়জুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ আব্দুস সেলিম, মাস্টার হাবিবুর রহমান, এড. আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামীলীগ নেতা রাশেদুজ্জামান রাশি, আব্দুর রাজ্জাক, প্রভাষক শফিকুল ইসলাম মধু, ডাঃ হাফিজুর রহমান, কামরুল ইসলাম, তাইফুল ইসলাম, হারুন উর রশিদ প্রমুখ।
এসময় পৌর আওয়ামীলীগ সভাপতি আবু সায়ীদ পুরাতন সাতক্ষীরা এলাকার সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন উন্নয়ন ও রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের দুঃখ, দূর্দশার খোজ নেন এবং আগামী দিনে পৌর মেয়র হিসেবে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে পৌর আওয়ামীলীগ সভাপতি আবু সায়ীদ দলীয় নেতা কর্মীসহ সাধারণ মানুষের নিকট দোয়া ও আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।