
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আয়ুব আলী মোল্যা আর নেই। তিনি সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি—–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৪৫) বছর। তিনি গত পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনের পর তিনি কিডনি জনিত রোগের আক্রান্ত হন। এরপর থেকে তার শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বাদ যোহর তার নিজস্ব বাসভবনে জানযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ গ্রহণ করেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, আওয়ামীলীগ নেতা শেখ হারুন উর রশিদ, প্যানেল মেয়র শেখ শফিক উদদৌলা সাগর, ২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, ১নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামরুল হক চঞ্চল, সম্পাদক মোশফেকুর রহমান মিল্টন, সাবেক কাউন্সিলর ওসমানগণি মিন্টু প্রমুখ। জানাযা নামায শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়।