
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা পৌরসভার নবনির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেছেন, পৌর এলাকার উন্নয়নে অশুভ শক্তির কাছে মাথা নত করবো না। সাতক্ষীরা পৌরসভাকে একটি পরিচ্ছন্ন শহরে পরিণত করা হবে। মাত্র দায়িত্ব নিয়েছি, আগামী কিছুদিনের মধ্যে সবক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আপনাদের সহযোগিতা নিয়ে প্রাণসায়রের প্রাণ ফেরানো হবে।
রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় মেয়র সাংবাদিকদের কাছে গঠনমূলক সমালোচনার আহবান জানান। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, শেখ আব্দৃুল ওয়াজেদ কচি, মমতাজ আহমেদ বাপী, আব্দুল বারী, শেখ মাসুদ হোসেন, গোলাম সরোয়ার, ফারুক মাহাবুবুর রহমান, সেলিম রেজা মুকুল, মো. আসাদুজ্জামান, এম জিললুর রহমান, আমিরুজ্জামান বাবু, এম শাহীন গোলদার, আহসানূর রহমান রাজীব, শেখ তানজির আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।