
মীর মোস্তফা আলী :
আগামী সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে পৌর মেয়র পদপ্রার্থী , পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার সন্ধ্যায় ইটাগাছা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা শহর বানু (মিনুর) বাসায় ওই এলাকার কয়েক’শ লোকের সাথে মতবিনিময় করেন।
এ সময় তার সাথে ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুব মহিলাঅলীগের জেলা সম্পাদিকা সাবিহা হোসেন, নাসিমা ইসলাম, সেলিনা আক্তার, শিরিন আক্তার, স্বপ্না পারভিন, মমতা বেগম, রোকসানা পারভিন, তহিরন, রোজিনাপারভিন, আরিফা পারভিনসহ পৌর ওয়ার্ড যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে মেয়র প্রার্থী সাহদৎ হোসেন সকলের দোয় ও সহযোগিতা চেয়ে বলেন, আমি আপনাদের দোয়া ও ভোট নিয়ে সাতক্ষীরা পৌর সভার মেয়র হতে পারলে সাতক্ষীরা পৌর সভাকে মাদক মুক্ত, সন্ত্রাসমুক্ত ও দূর্নীতি¤ুক্ত একটি মডেল পৌর সভা হিসেবে গড়ে তুলবো। এই পৌর সভায় বিদ্যুৎ ও পানির লাইন বিহীন কোন বাড়ি থাকবে না।