
আব্দুর রহমান :
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকার নাগরিক সেবা জনগণের দৌর গোড়ায় পৌছে দিতে অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক তখনই সাতক্ষীরা পৌরসভায় নাগরিকত্ব সনদপত্র নিতে অতিরিক্ত অর্থ প্রদান এবং ভোগান্তির স্বীকার হতে হচ্ছে পৌর নাগরিকদের। সাতক্ষীরা পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্বেও নাগরিকত্ব সনদপত্রসহ বিভিন্ন সেবা নিতে ভোগান্তির স্বীকার হচ্ছে পৌরবাসী। সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষে নাগরিক সেবা প্রাপ্তির মুল্য তালিকা নির্ধারণ করে সিটিজেন চার্টার টানানো থাকলেও তা মানছেন না পৌর কতৃপক্ষ। সিটিজেন চার্টারে উল্লেখিত বাংলায় নাগরিক সনদপত্র নিতে ১০ টাকা উল্লেখ থাকলেও কতৃপক্ষ নিচ্ছেন ২২ টাকা। এব্যাপারে সংশ্লিষ্ট শাখায় কথা বললে তিনি বলেন, নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ১৬ জানুয়ারি ২০১৬ থেকে ২০টাকা নির্ধারণ করা হয়েছে। এরপরেও আরো অতিরিক্ত ২টাকা বেশি নেওয়া হচ্ছে।
এব্যাপারে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির ব্যবহারিত সেল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে প্যানেল মেয়র মোঃ আব্দুস সেলিমের সাথে কথা বললে তিনি বলেন, আগে ১০ টাকা নিত এখন মনে হয় ২২টাকা নেয়। বাংলা ইংরেজি ওতো তো আমি বলতে পারবো না ২২টাকা নেয় তাই- জানি। অতিরিক্ত ফি নেওয়ার কথা বলা হলে তিনি বলেন, এটা কারও ব্যক্তিগত এ… না এটা ডাইরেক্ট পৌর সভার ফান্ডে জমা হয়।