
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৬ উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা প্রেসক্লারের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আবদুল ওয়াজেদ কচি, সাবেক সভাপতি আনিছুর রহিম, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক ড. দিলীপ কুমার দেব, সেলিম রেজা মুকুল, মো. আসাদুজ্জামান, অসীম চক্রবর্তী, এম শাহীন গোলদার। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল বারী, মিজানুর রহমান, হাফিজুর রহমান মাসুম, মোহাম্মদ আলী সুজন, আব্দুল গফুর সরদার, আমিনুর রশিদ, আব্দুল জলিল, শহিদুল ইসলাম, আব্দুস সামাদ, গোলাম সরোয়ার, ইব্রহিম খলিল, আহসানূর রহমান রাজীব, শেখ তানজির আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, তা রক্ষায় সকলকে সচেষ্ট হতে হবে। পদে পদে যুদ্ধাপরাধী মৌলবাদীদের থাবায় স্বাধীনতার অর্জন ম্লান হতে চলেছে। স্বাধীনতার ৪৫ বছরেও আমরা অর্থনৈতিকভাবে মুক্তি লাভ করেনি। সাম্প্রদায়িকতার থাবায় মানুষ এখনো আতংকিত থাকে। যা আমাদের জন্য লজ্জাস্কর।
বক্তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহবান জানান। ##