
সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা মঙ্গলবার বিকেল চার টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আব্দুল ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, অর্থ-সম্পাদক ফারুক মাহবুবুর রহমান, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এম রফিক, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মো. আসাদুজ্জামান, অসীম বরণ চক্রবর্তী, সেলিম রেজা মুকুল, মোশাররফ হোসেন, ও এম.শাহীন গোলদার।
সভায় বাষিক প্রকাশনা, প্রেসক্লাবের চলমান উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।