
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টা থেকে তিনটা পর্যন্ত প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালম আজাদ। সভার শুরুতে বিভিন্ন সময়ে যারা মৃত্যুবরণ করেছেন,তাদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাপতির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সভার কাজ শুরু করেন সাধারণ সম্পাদক এম.কামরুজ্জামান। সভায় গত বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন পর সাধারণ সম্পাদক বর্তমার কমিটির অন্তবর্তীকালীন কর্মকান্ডের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন।
বিভিন্ন আলোচ্যসূচির ওপর বক্তব্য দেন, সাবেক সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাংবাদিক কল্যান ব্যানার্জি, জিএম মনিরুল ইসলাম মিনি, অরুণ ব্যানার্জী, জিএম নুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, মমতাজ আহমেদ বাপী, মোস্তাফিজুর রহমান উজ্জল, গোলাম সরোয়ার,শেখ মাসুদ হোসেন, রুহুল কুদ্দুস,ইয়ারব হোসেন,কালিদাস কর্মকার, আশেক-ই-এলাহী, ড. দিলীপ দেব, শরিফুল্লাহ কায়সার সুমন, আবুল কাশেম, বরুণ ব্যানার্জী,রবিউল ইসলাম, আব্দুল জলিল, কাজী শওকত হোসেন ময়না, হাফিজুর রহমান মাসুম,শেখ তানজির আহমেদ প্রমূখ।
সভায় প্রেসক্লাবের ভবন বর্ধিত করে কনফারেন্স হল নির্মান,নির্মানাধীন কক্ষকে সাংবাদিকদের নিউজ রুম হিসেবে ব্যবহারের উপযোগীকরন,বার্ষিক প্রকাশনাসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকা-ের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। বক্তারাা সফলভাবে কক্সবাজারে আনন্দভ্রমন ও স্থানীয়ভাবে পিকনিক আয়োজনের জন্য বর্তমান নির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে আবুল কালাম আযাদ বলেন, সকলের সহযোগীতা ছাড়া প্রেসক্লাবের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে চলার আহবান জানান তিনি।
প্রেস বিজ্ঞপ্তি