
কাজী জাহিদ আহম্মেদ :
সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, জেলা কৃষক দলের সভাপতি আবু জাহিদ ডাবলুসহ বিএনপির ৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা পৌনে ১১ টার দিকে সাতক্ষীরা পৌরসভার নব নির্বাচিত বিএনপি দলীয় মেয়র তাসকীন আহমেদ চিশতীর সাথে তারা প্রেসক্লাবে সাংবাদিকেদের সাথে মতবিনিময় করার জন্য আসছিল। প্রেসক্লাব ক্যাম্পাসে প্রবেশের আগেই পুলিশ তাদেরকে আটক করে।
জানাগেছে, শুক্রবার সকাল ১১ টার দিকে নবনির্বাচিত মেয়র বিএনপি নেতা তাসকিন আহমেদ চিশতি দলের সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে আসেন। এসময় তার সাথে বর্তমান মেয়র বিএনপি নেতা আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক এড. সৈয়দ ইফতেখার আলিসহ এক ডজনেরও বেশি নেতা কর্মী ছিলেন। এর পরপরই সাদা পোশাকধারী পুলিশ প্রেসক্লাব চারিদিকে ঘিরে ফেলে।
পুলিশ প্রেসক্লাবের সামনের সড়ক থেকে প্রথমে জেলা বিএনপির সাধারণ সম্পাদ আব্দুল আলিমকে আটক করে। পরে একই এলাকা থেকে জেলা কৃষকদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ কামরুজ্জামান কামু, মো. আলাউদ্দিন ,যুবদল নেতা সোহেল আহম্মেদ, মানিক ও মহসীন আলিকে পুলিশ আটক করে নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এমদাদুল হক শেখ জানান, তাদের বিরুদ্ধে নাশকতাসহ নিয়মিত মামলা রয়েছে । এসব মামলায় তারা পলাতক ছিলেন বলে জানান ওসি।
এদিকে প্রেসক্লাব এলাকায় আকষ্মিক গ্রেফতার অভিযানের সাথে সাথে নেতাকর্মীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তারা যে যার মত প্রেসক্লাব এলাকা ত্যাগ করার চেষ্টা করেন। দীর্ঘ সময় ধরে পুলিশ প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়।
বেলা সাড়ে ১২ টার দিকে বিএনপির নির্বাচিত মেয়র তাসকিন আহমেদ চিশতি সাংবাদিকদের সাথে মতবিনিময়ের না করেই প্রেসক্লাব ত্যাগ করেন। একই সাথে তিনি এই আটক অভিযানের তীব্র নিন্দা জানান।