সাতক্ষীরা প্রেসক্লাবে গনহত্যা দিবসের আলোচনা , মোমবাতি প্রজ্জ্বলন


574 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা প্রেসক্লাবে গনহত্যা দিবসের আলোচনা , মোমবাতি প্রজ্জ্বলন
মার্চ ২৫, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

॥ বিশেষ প্রতিনিধি ॥
——————————–
শিশুদের তুলির আঁচড়ে ফুটে উঠেছিল মুক্তিযুদ্ধে বাংলাদেশ। শহীদদের জন্য স্মৃতিসৌধের বাংলাদেশ । তাদের রংয়ের আঁচড়ে উঠে এসেছিল অবারিত বাংলাদেশের শ্যামল সবুজ প্রকৃতি। বাংলার মাটি বাংলার জল বাংলার ফুল বাংলার ফল তাদের চিত্রকর্মে ফুটে উঠেছিল। তারা ক্যানভাসে এঁকে দিলো নতুন এক বাংলাদেশ। রণাঙ্গন, শহীদ মিনার, পাক হানাদার নিধন, বাংলাদেশের পতাকা। বিজয়ের লাল সূর্য।
মানবতাবিরোধী ঘৃণ্যতম অপরাধের দিন একাত্তরের ২৫ মার্চ বাংলার নিরস্ত্র মানুষের ওপর পাক হানাদার বাহিনীর বর্বর হামলায় ঘৃণা জানাতে সাতক্ষীরা প্রেসক্লাব শিশুদের ডাক দিয়েছিল তাদের রং তুলিতে বালাদেশের মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরতে। প্রতিযোগিতা শেষে রোববার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দিতে গিয়ে এসব কথা বলেন অতিথিরা। তারা বলেন নতুন প্রজন্মের এই শিশুরা বাংলাদেশকে চিনতে শুরু করেছে । তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে নিজেদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনব্যাপী সংগ্রামের খুঁটিনাটি তুলে ধরে তারা বলেন তার হাতে গড়া বাংলাদেশ এখন এক মুক্ত স্বাধীন দেশ। যা স্বল্পোন্নত অবস্থান থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বিজয়ের ৪৭ বছর আমরা পার করছি জানিয়ে তারা বলেন এই প্রজন্মকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে হবে।
এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা তুলে ধরেন বাংলাদেশ নামক দেশের জন্মের প্রেক্ষাপট। ৩০ লাখ বাঙ্গালির আত্মবলিদান ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত লাল সবুজ পতাকার দেশ বাংলাদেশ একদিনে অর্জিত হয়নি উল্লেখ করে তারা বলেন পশ্চিম পাকিস্তানিদের শাসন শোষনের কবল থেকে বাংলার মাটিকে রক্ষা করতে নয় মাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে।
আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি
জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন জাতি হিসাবে আমরা গর্বিত । তিনি বলেন বাঙ্গালির স্বাধিকার অর্জন একদিনে হয়নি। এজন্য চরম মূল্য দিতে হয়েছে । তিনি নতুন প্রজন্মের শিশুদের এ থেকে শিক্ষা গ্রহনের আহবান জানিয়ে বলেন আমরা এখন সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছি। এই লড়াইয়ে সকলকে শামিল হতে হবে বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি চিত্রাংকন ও হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ নিয়ে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব সম্পাদক আবদুল বারী। আলোচনায় আরও অংশ গ্রহন করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, দৈনিক দক্ষিনের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহি প্রমুখ। সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক আমিনা বিলকিস ময়নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল ওয়াজেদ কচি, প্রবীণ সাংবাদিক অরুন ব্যানার্জি প্রমুখ।

পরে প্রেসক্লাব চত্বরে রাত নয়টায় মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। কাল রাত্রের মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারন সম্পাদক আবদুল বারী, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ , সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাবেক সম্পাদক মমতাজ আহমেদ বাপী, ভোরের কাগজের ড. দিলীপ কুমার দেব, দেশ টিভির শরিফুল্লাহ কায়সার সুমন, প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আমিনা বিলকিস ময়না, দৈনিক পত্রদুত সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেমসহ সকল পর্যায়ের সাংবাদিক। এর আগে মহান স্বাধীনতা দিবসকে সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নিজেদের কন্ঠ মিলিয়ে সঙ্গীত ভূবন গড়ে তোলেন আবু আফফান রোজ বাবু, ভারতীয় শিল্পী ঝরনা বাড়ৈ, শামিমা পারভিন রত্না, মঞ্জুরুল করিম প্রমুখ কন্ঠশিল্পী।
##