
আগামী ২২ আগস্ট শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে বিনামূল্যে ক্যান্সার নির্ণয় ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভারতের বারাসাত ক্যান্সার রিসার্চ এন্ড ওয়েলফেয়ার সেন্টারের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎস্যক দল সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্কস্থ জেলা শিল্পকলা একাডেমিক ভবনে অনুষ্ঠিত ক্যাম্পে রোগি দেখবেন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ক্যাম্পে বিনামূল্যে ক্যান্সার সচেতনতা, ক্যান্সার নির্ণয়, ক্যান্সার রোগীদের ফ্রি-ব্যাবস্থাপত্র প্রদান করা হবে। ক্যান্সার’র উপসর্গ রোগীর লক্ষণ হচ্ছে মুখের ঘা যা সারছে না, পুরাতন ক্ষত যা সারছে না, স্তন বা শরীরের কোথাও গুটলি বা দলা, শরীরে তিলের আকারে হঠাৎ পরিবর্তন, দীঘদিন দাঁত বা মাড়ি থেকে রক্ত ও পূজ পড়া, মল-মূত্র ত্যাগের হঠাৎ পরিবর্তন বা রক্ত ক্ষরণ, খাবার গিলতে মুখে-গলায় বা বুকে জ্বালা ও কষ্ট, অত্যাধিক কাশি-কাশির সঙ্গে রক্ত পড়া বা ভাঙ্গা গলার স্বর, জরায়ু থেকে অস্বাভাবিক ও অত্যাধিক সাদা স্রাব ও ক্ষরণ।
মহিলাদের জন্য স্বতন্ত্র মহিলা পরিসেবার ব্যবস্থা আছে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে পারেন সাতক্ষীরা প্রেসক্লাব, পিএন হাইস্কুল সড়ক, সাতক্ষীরা। মোবাইল:০১৭১২-৮৬২১৬১, ০১৭১১-১৭০১২৩ ও ০১১৯০-৯৬৪১১৪।
প্রেস বিজ্ঞপ্তি