সাতক্ষীরা বিএনপি নেতাকর্মীরা খুলনায়, বাস বন্ধে দূর্ভোগে সাধারণ মানুষ


167 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা বিএনপি নেতাকর্মীরা খুলনায়, বাস বন্ধে দূর্ভোগে সাধারণ মানুষ
অক্টোবর ২২, ২০২২ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আকরামুল ইসলাম ::

সাতক্ষীরার বিএনপির নেতাকর্মীরা বিকল্প উপায়ে পৌঁছে গেছেন খুলনায়। তবেসাতক্ষীরা-খুলনা রুটে বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন দূর্ভোগে পড়া এসব মানুষরা। তবে বাস বন্ধে সড়কে এখন ইজিবাইক ও মাহেন্দ্র যোগে যাতায়াত করছে মানুষ।

শনিবার (২২ অক্টোবর) শহরের খুলনা রোড মোড় এলাকা ঘুরে দেখা গেছে, যেখান থেকে খুলনার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় সেখানে এখন অবস্থান করছে ইজিবাইক ও মাহেন্দ্র। দূরপাল্লার যাত্রীরাও নিরুপায় হয়ে উঠছেন এ যানবাহনে। তবে সাতক্ষীরা থেকে কালিগঞ্জ-শ্যামনগর আশাশুনি-যশোর সড়কে স্বাভাবিক নিয়মে বাস চলাচল করছে।

খুলনা রোডে বিপাকে পড়া যাত্রীরা জানিয়েছেন, বিএনপির সমাবেশের কারণে বাস বন্ধ রাখা হয়েছে এ সড়কে। যেন নেতাকর্মীরা সমাবেশ স্থলে পৌঁছাতে না পারে।
তবে বিএনপির নেতাকর্মীরা বিকল্প পথে সবাই খুলনায় পৌঁছে গেছেন। বিপাকে পড়েছি আমরা সাধারণ মানুষ।

ইজিবাইক-মাহেন্দ্র চালকরা বলেন, বাস বন্ধ থাকায় এখন আমাদের যাত্রী বেড়েছে। দূরপাল্লার যাত্রীরা ভেঙে ভেঙে কষ্ট করে গন্তব্যের দিকে যাচ্ছে।
তবে বাস বন্ধ থাকায় আমরা কোন ভাড়া বৃদ্ধি করিনি। আগেও যা ছিল এখনও সেটি রয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী জানান, কোনভাবেই নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখা যাবে না। এমন হবে আমরা আগেই আন্দাজ করেছিলম। সেকারণে আগে থেকেই নেতাকর্মীরা সব খুলনায় পৌঁছে গেছে। মোটর সাইকেল, নদীপথে ট্রলারসহ বিভিন্নভাবে এসেছে।

#