
স্টাফ রিপোর্টার:
সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত স্কুল ড্রেস বিতরণ করেন। গতকাল সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক দেবাশিস সরদার, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রাণী বরকন্দাজ, অফিস সহকারী মফিজুল ইসলামসহ অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোস্তফা কামাল লস্কর এর আর্থিক অনুদানে ৮৪ জন শিক্ষার্থীর মাঝে উক্ত স্কুল ড্রেস বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা নতুন স্কুল ড্রেস পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠে।