
রাহাত রাজা :
সাতক্ষীরা শহরের বড় বাজারস্থ ফলের আড়ৎ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার দুপুরে তারা বড় বাজারের বিভিন্ন ফলের আড়ৎ পরিদর্শন পূর্বক ফলের গুণগণ মান পরীক্ষা করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন- সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামূলক হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদী, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হক বাদশা প্রমুখ।
পরিদর্শনকারী দলটি ফলের গুণগণ মান পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেন এবং ফলে ক্যামিকেল না মেশাতে ব্যবসায়ীদের উৎসাহিত করেন।
প্রসঙ্গত, সম্প্রতি কার্বাইড মেশানোর সময় সাতক্ষীরার ভোমরা থেকে ৫ হাজার কেজি আম জব্দ ও বিনষ্ট করে সদর উপজেলা প্রশাসন।