সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় শুয়ে অবস্থান !


484 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় শুয়ে অবস্থান  !
নভেম্বর ৯, ২০১৫ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

নাজমুল হক :
বিক্ষোভ-সমাবেশে উত্তাল হয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ ক্যাম্পাস। পূর্ণাঙ্গ হাসপাতাল চালু করার দাবীতে টানা দশম দিনের ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। সোমবার সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে রাস্তা অবরোধ করে শুয়ে পড়ে। এ সময় সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় কিছুক্ষণ শুয়ে অবস্থান নেওয়ার পরে শান্তিপূর্ণ ভাবে ক্যাম্পাসে ফিরে যায়। কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান জানান, আমার পক্ষ থেকে সকল প্রকার চেষ্টা করা হচ্ছে। ৯টি ওয়ার্ড ও ওটি চালু করার নোটিশ দিয়েছি। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, মেডিসিন বিভাগের ৩০টি বেড বিভাজন করে নোটিশ দিয়েছে। কিন্তু বেড বাড়েনি। এখনও বাস্তবে কার্যকর করা হয়নি।

সূত্র জানায়, সোমবার আন্দোলনের ১০ম দিনে সকাল থেকেই মিছিল-স্লোাগানে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে এসে অবস্থান গ্রহণ করে। শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে বন্ধ করে দেয়। টানা রৌদ্রে শিক্ষার্থীরা মুহুমুহু স্লোগান দিতে থাকে। রৌদ্র উপেক্ষা করে শিক্ষার্থীরা কলেজ প্রশাসনিক ভবন বন্ধ দেয়। পরে একটি বিক্ষোভ মিটিল ক্যাম্পাস থেকে বের হয়ে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে অবস্থান নেই। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার ও প্লাকার্ড  বুকে নিয়ে রাস্তায় শুড়ে পড়ে। ফলে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।পরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে রাখেন আন্দোলনের সমন্বায়ক কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী আলমগীর হোসেন, গোলাম মোক্তাদির, অরিন আক্তার, উদয় সঙ্কর, সালমান আমীর, সারা লিপিকা, আব্দুল্লাহ আল মামুন, ৪র্থ বর্ষের আসলাম হোসেন, আহসান হাবীব, রোকনুজ্জামান,  ৩য় বর্ষের সাগর দে, খালেদ সাইফুল্লাহ, হুমায়ুন কবীর, ২য় বর্ষের আলতাফ হোসেন প্রমুখ।

সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করা, হাসপাতাল চালু না হলে তাদের অন্যত্র শিফট করা এবং এগুলো করা না হলে ক্লাস, আইটেম, কার্ড, টার্ম ও ওয়ার্ডসহ সকল কার্যক্রম বর্জনের ঘোষণা দেয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা আরো জানায়, আমরা হাজার হাজার শিক্ষার্থীদের মধ্য থেকে এখানে ভর্তির সুযোগ পেয়েছি। তারা আরো বলেন, এটা সাতক্ষীরা বাসীরও দাবী হওয়া উচিৎ। তারা আরো বলেন, দ্রুত তাদের দাবী বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলন করা হবে।
তবে আন্দোলরত শিক্ষার্থীরা জানান, আমাদের হাসপাতালের জন্য বরাদ্দ থাকলে এতো দেরিতে বাস্তাবায়ন হতো না। যন্ত্রপাতির অর্থ বরাদ্দ থাকলে দ্রুত টেন্ডার দেওয়া প্রয়োজন। তারা আরো বলেন, আমরা আশ্বাস চাই না-দ্রুত বাস্তবায়ন চাই। তা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান জানান, এটা একদিনে পূরণ করা সম্ভব নয়। আমরা এজন্য নিরলসভাবে কাজ করছি। প্রসঙ্গত, ৩১ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ বন্ধ আছে।