
স্টাফ রিপোর্টার ॥
মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে বর্ষাকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে এ সাহিত্য আসরে সভাপতিত্ব করেন মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি মোঃ আব্দুর রশীদ সুমন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ আজিজুল হক। সাহিত্য আসরে কবিতা পাঠ করেন মাসুদা মোবারক, মোঃ আব্দুর রশীদ সুমন, আব্দুল ওহাব আজাদ, বেদুঈন মোস্তফা, মোঃ আব্দুল মজিদ, ছাবিলা ইয়াসমিন মিতা, মোঃ মুছা করিম, মছরুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, তপু মন্ডল, মহসিনুল ইসলাম, রবিউল ইসলাম, ইমন ইসলাম, মো.আব্দুর রহমান, বাবলু ভঞ্জ চৌধুরী প্রমুখ। সাহিত্য আসরের দ্বিতীয় পর্বে আগামী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌচাক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এবং সদস্যদের নিকট লেখা আহবান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌচাক সহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও নাট্যকার আব্দুল ওহাব আজাদ।