
স্টাফ রিপোর্টার :
দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর পদপ্রার্থী ও আওয়ামীলীগ নেতা শেখ জাহাঙ্গীর হোসেন কালু ঈদ সামগ্রী বিতরণ অব্যহত রেখেছে। সোমবার দুপুরে তিনি সাতক্ষীরা পৌর সভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা এলাকায় হতদরিদ্র সাধারণ সাধারণ মানুষের মঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু ইটাগাছা এলাকার দরিদ্র ৫শ পরিবারের মাঝে সিমাই এবং চিনি বিতরণ করেন। প্রতি পরিবারের মাঝে ১কেজি সিমাই এবং ১কেজি করে চিনি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোজাউল করিম, সহ সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মোল্যা, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ঢালী, আবুল কাশেম প্রমুখ।