
ইব্রাহিম খলিল ও নাজমুল হক:
সাতক্ষীরা শহরের রক্সি সিনেমা হলের সামনে (নিউ মার্কেট মোড় ) সড়ক দূর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের রক্সি সিনেমা হলের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতের নাম শহীদুল ইসলাম (১৭)। নিহত শহীদুল শহরের মেহেদীবাগ এলাকার আতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ছেড়ে আসা কালিগঞ্জগামী একটি ট্রাক শহরের রক্সি সিনেমাহলের সামনে পৌাছালে পিছন দিক থেকে সাইকেলআরোহী শহীদুল ইসলামকে চাপা দেয়। এতে সে মারাতœক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
##