
স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরা শহরের প্রাণ সায়র এলাকার (পিএন হাইস্কুল সংলগ্ন ) বসবাসরত মো: মাহামুদুল হক (৫৮) আর নেই। ইন্নালিল্লাহে——রাজেউন। বুধবার রাত পৌনে ১২ টার দিকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এর আগে বুধবার বিকালে তিনি স্টোকে আক্রান্ত হন।
তিনি মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ আলীর বড় ছেলে। মৃত্যাকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা পিএন হাইস্কুল মাঠে প্রথম জানাজা ও বাদ জোহর আশাশুনির কাদাকাটি গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।