সাতক্ষীরা শহরের ষ্টেডিয়াম ব্রীজ সংলগ্ন এলাকায় সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত


335 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা শহরের ষ্টেডিয়াম ব্রীজ সংলগ্ন এলাকায় সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত
ডিসেম্বর ৩, ২০১৫ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আসাদুজ্জামান :
সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় সাকিব হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকল ১০ টার দিকে সাতক্ষীরা শহরের ষ্টেডিয়াম ব্রীজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনটি ঘটে। নিহত সাকিব শহরের দক্ষিন কাটিয়া এলাকার শামসুর রহমানের ছেলে ও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাকিব মটর সাইকেল যোগে দ্রুত শহরের কাটিয়াস্থ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছিল। পথি মধ্যে ষ্টেডিয়াম ব্রীজ সংলগ্ন এলাকায় পোঁছালে সে রাস্তার উপর দাড়িয়ে থাকা একটি মালবাহী ভ্যান ওভারটেক করতে যেয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। এতে সে মারাতœক আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ স্কুল ছাত্র সাকিব নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।