
আব্দুর রহিম :
সাতক্ষীরা শহরে অজ্ঞান পার্টির কবলে পড়ে মাহিন্দ্রা চালকের সর্বস্ব লুট হয়েছে। মাহিন্দ্রা চালক রিপন (৪২) কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মুনসুর আলী’র ছেলে। প্রত্যক্ষদর্শিরা জানান, মঙ্গলবার দুপুরে কলারোয়া উপজেলা থেকে কয়েকজন দুবৃত্তরা তার ভাড়ায় চালিত মাহিন্দ্রাটি নিয়ে সাতক্ষীরা শহরের আহলে হাদিস জামে মসজিদের অপর প্রান্তে প্রাণ সায়র খালের পার্শ্ববর্তী রাস্তার ধারে নিয়ে আসে। এসময় প্যাকেট বিরানী খাওয়ে রিপনকে অজ্ঞান করে তার কাছে থাকা টাকা পয়সা ও মাহিন্দ্রাটি নিয়ে তাকে ফেলে রেখে যায়। এঘটনায় স্থানীয়দের সহযোগিতায় সাংবাদিক আমিনুর রশীদ তাকে সাতক্ষীরা প্রেসক্লাবে নিয়ে যায় এবং কলারোয়া প্রেসক্লাবে যোগাযোগ করে স্থানীয় মেম্বার মোখলেছুর রহমান ও তার পরিবারের লোকজন এসে তাকে নিয়ে যায়। উল্লেখ্য,অনেক কষ্টে ঋণ দেনা করে গত ১৪ মার্চ মাহিন্দ্রা চালক রিপন সাতক্ষীরার সাজিদ এন্টার প্রাইজ থেকে কিস্তিতে ৪লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যমানেরএ মাহিন্দ্রা থি হইলারটি ক্রয় করে। মাহিন্দ্রা ইনচার্জ হুমাউন কবির জানান প্রথম কিস্তিতে ২লক্ষ ৩৩ হাজার টাকা পরিশোধ করেছে। মাহিন্দ্রাটির ইঞ্জিন নং- ৪১৩৩৩ এবং চেসিস নং- ৫৪৬৩৭। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল।