
আব্দুর রহিম :
“ ১৬ কোটি মানুষের জন্য শিল্প সংস্কৃতি ছাপ্পান্ন হাজার বর্গমাইলে শিল্প-সংস্কৃতির আলো” এই স্লোগান কে ধারন করে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর বাস্তবায়নে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,এফ,এম এহতেশামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। জেলার সাত উপজেলা থেকে ১১টি ইভেন্টে ২২জন করে প্রতিযোগি এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। বিকালে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা,ফ্রেন্ডস ড্রামেটিক ক্লাবের সাধারন সম্পাদক ছাইফুল করিম সাবু, এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন।