সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব’ পালিত


843 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব’ পালিত
মার্চ ১৮, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার ::
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উপলক্ষে শিল্পকলা একাডেমি আয়োজিত ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব’র অংশ হিসেবে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার (১৮মার্চ) জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
চিত্রাংকন প্রতিযোগিতা (ক বিভাগ) প্রথম স্থান অধিকার করে সিলভার জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজী জহিরা ইফরীত, ২য় স্থান অধিকার করে শ্যামনগর মডার্ণ স্কুলের আর রাদ রশিদ এবং তৃতীয় স্থান অধিকার করে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের মৌমিতা হাসান সেজুঁতি।
চিত্রাংকন প্রতিযোগিতা (খ বিভাগ) প্রথম স্থান অধিকার করে সাতক্ষীলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের
অনিকা সাইয়ারা অর্পা, ২য় স্থান অধিকার করে নকিপুর পাইলট সরকারি বালিকা বিদ্যালয়ের শর্মিষ্ঠা কর্মকার এবং তৃতীয় স্থান অধিকার করে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের নূরজাহান আক্তার।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধুর ৭মার্চ’র ভাষণ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ইউনাইটেড মডেল কলেজের শিক্ষার্থী কেএম আনিছুর রহমান, ২য় স্থান অধিকার করেন হযরত আবু বক্কর ছিদ্দিক ইসলামীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এবং তৃতীয় স্থান অধিকার করেন হযরত আবু বক্কর ছিদ্দিক ইসলামীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ফয়সাল আহমেদ।
মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধুর ৭মার্চ’র ভাষণ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া পারভীন, ২য় স্থান অধিকার করেন ঋশিল্পী সেন্টার স্কুলের শিক্ষার্থী হাবিবুল্লাহ সরদার এবং তৃতীয় স্থান অধিকার করেন কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী প্রমা দাশ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনডিসি মোশারেফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যাপক অমল কৃষ্ণ সরদার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোশফিকুর রহমান মিল্টন।

##