
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের নব নির্বাচিত কমিটির অনুমোদন এবং দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন হলরুমে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক শেখ আজিজুল হকের হাতে দায়িত্বভার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের নব নির্বাচিত সহ সভাপতি শেখ তৌহিদুর রহমান ডাবলু, মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হক, প্রাক্তণ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব ওয়ার্ছী, প্রাক্তণ সদস্য সচিব মোঃ আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক কাজী সিরাজুল হক, সহ সম্পাদক মোঃ মুজিব হোসেন নান্নু,
ক্যাশিয়ার মোঃ আবু দাউদ, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ, এ.এস.এম আজিজ হাসান, এস.এম আব্দুস সাত্তার, কাজী আমিরুল হক (আহাদ), কাজী মনিরুজ্জামান মুকুল, কাজী সাফিউল আযম, মোঃ গোলাম মোস্তফা, মোনায়েম খান চৌধুরী, মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল খালেক, মোঃ নজরুল ইসলাম, শেখ আব্দুল মাসুদ, শেখ আবুল কালাম প্রমুখ। নব নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন বলেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন একটি সমাজসেবা মুলক ধর্মীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের উন্নয়নে নব নির্বাচিত কমিটির সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন পবিত্র রমজান আত্মসংযমের মাস। এই মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। এই পবিত্র মাসে বহু সুমামের এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখতে হবে।
###
সাতক্ষীরা সরকারি কলেজের নব নির্মিত জামে মসজিদ উদ্বোধন
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা সরকারি কলেজের নব নির্মিত জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদর ২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি নব নির্মিত প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ মসজিদটি’র উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল হোসেন, শেখ তৌহিদুর রহমান ডাবলু, এ.এস.এম আজিজ হাসান, সহকারী অধ্যাপক শাহিনুর রহমান, কাজী আসাদুল ইসলাম, শেখ আওসাফুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজ জামে মসজিদের মাওলানা আব্দুল হামিদ আজাদী।
সদর এমপির সাথে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের নব নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাত
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের নব নির্বাচিত কমিটির অনুমোদন এবং দায়িত্বভার গ্রহণ শেষে সদর ২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ভবনে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের নব নির্বাচিত সহ সভাপতি শেখ তৌহিদুর রহমান ডাবলু, মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হক, প্রাক্তণ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব ওয়ার্ছী, প্রাক্তণ সদস্য সচিব মোঃ আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক কাজী সিরাজুল হক, সহ সম্পাদক মোঃ মুজিব হোসেন নান্নু, ক্যাশিয়ার মোঃ আবু দাউদ, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ, এ.এস.এম আজিজ হাসান, এস.এম আব্দুস সাত্তার, কাজী আমিরুল হক (আহাদ), কাজী মনিরুজ্জামান মুকুল, কাজী সাফিউল আযম, মোঃ গোলাম মোস্তফা, মোনায়েম খান চৌধুরী, মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল খালেক, মোঃ নজরুল ইসলাম, শেখ আব্দুল মাসুদ, শেখ আবুল কালাম প্রমুখ।
###
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ভোমরা পশ্চিমপাড়ায় মসজিদ উদ্বোধন
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের ভোমরা পশ্চিমপাড়া কবরস্থান সংলগ্ন মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে পবিত্র জুমা’আর নামাজ আদায়ের মাধ্যমে পাঞ্জেগানা মসজিদ জামে মসজিদের কার্যক্রম শুরু করা হয়। মসজিদ প্রাঙ্গনে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় সাংসদ তার বক্তব্যে বলেন-ভাল কাজ করলে ইহকাল ও পরকালে সফল হবে। মসজিদ আল্লাহর ঘর।
এ ঘরকে যারা আবাদ করবে আল্লাহ তাদের তার পক্ষ থেকে পুরষ্কার প্রদান করবেন। ইসলামে কোন জঙ্গিবাদের স্থান নেই। ইসলাম শান্তি ধর্ম। যারা মানুষকে কষ্ট দেয়, রাস্তা কাটে, গাছ কাটে, মানুষকে আগুন দিয়ে পোড়ায় তারা আর যাই হোক মুসলমান বলে দাবী করতে পারে না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইসরাইল গাজী প্রমুখ। অন্যান্যদের বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ ভারতের হাফেজ মাওলানা এ এস এম শফিউর রহমান, মাওলানা আবু বকর সিদ্দিক, আব্দুল মান্নান, হাফেজ আউয়াল, মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুস সবুর, ইউপি সদস্য মোনাজাত আলী গাজী ও মোঃ জালালউদ্দীন প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
##