
স্টাফ রিপোর্টার: বৈকারী চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান অসলের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার বিকাল ৫টায় বৈকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আফছার আলী দফাদারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৈকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আসাদুজ্জামান অসলে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আফাজউদ্দীন, সদস্য ও বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি কওছার আলী,সহ সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ন সম্পাদক শাহিন হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসারুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা ইমান আলী গাইন, বৈকারী ইউনিয়ন যুবলীগ সভাপতি জুলফিকার আলী জুলু, সাধারণ সম্পাদক ইনজামুল হক, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম, জাহাঙ্গীর কবির, আব্দুল জলিল, আব্দুল মাজেদ,আরিফুজ্জামান পলাশ, অনন্ত কুমার, ওমর আলী, ১,২,৩ নং ওয়ার্ডে মহিলা সদস্য পদপ্রার্থী নাসিমা খাতুন, ৭,৮,৯ নং ওয়ার্ডে মহিলা পদপ্রার্থী জামিলা খাতুন প্রমুখ।
নির্বাচনী পথসভায় প্রধান অতিথি চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান অসলে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশ রতœ প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। বৈকারী ইউনিয়ন সাতক্ষীরা সদরের সীমান্তবর্তি একটি ইউনিয়ন। উন্নয়নে বৈকারী ইউনিয়ন পিছিয়ে থাকবেনা, ইউনিয়নের রাস্তা-ঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরশন সহ সকল প্রকার উন্নয়নে এগিয়ে নিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিতে হবে, তাহলেই উন্নয়ন সম্ভব হবে।