
স্টাফ রিপোর্টার : হয়রানিমূলক মামলায় এক যুবলীগ নেতা জামিনে মুক্তি পেয়েছেন। ওই যুবলীগ নেতার নাম আনন্দ মোহন মন্ডল। তিনি সাতক্ষীরা সদরের লাবসা বিনেরপোতা ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
সূত্রে জানাযায় সম্প্রতি বিনেরপোতা ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আন্দন মোহন মন্ডলকে হয়রানি করতে উদ্দেশ্যমূলক ভাবে সাতক্ষীরা সদর থানায় একটি (মামলা নং-৫০/১৫) মামলায় আসামী করা হয়। ওই মামলায় গত বুধবার সন্ধায় বিনেরপোতা
রামপ্রসাদ মন্ডলের মাছের আড়ত থেকে পুলিশ ওয়ার্ড যুবলীগের সভাপতি আনন্দ মোহনকে আটক করে, আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান। রবিবার সাতক্ষীরা অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিঃ আদালতে এ্যাড.আশরাফুল আলম এবং এ্যাড.
মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ আনন্দ মোহনের পক্ষে জামিন আবেদন করেন, বিজ্ঞ অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিঃ আদালত তাকে জামিনে মুক্তি দান করেন। রবিবার যুবলীগ নেতা আনন্দের জামিনের খবর পেয়ে বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা
কারাগারের সামনে থেকে তাকে বরণ করে নেন লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান শাহ নেওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক
আবজাল হোসেন মারুফ, লাবসা ইউনিয়ন যুবলীগ সভাপতি আসাদুর রহমান আসাদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাবু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিনেরপোতা ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নয়ন, যুবলীগ নেতা সোহেল,
মিলন,আজমীর হোসেন, রুহুল আমীন, উজ্জল, বেল্লাল প্রমুখ। এসময় দলীয় নেতা কর্মীরা ওয়ার্ড যুবলীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা ও সড়যন্ত্র মূলক মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান।