
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এঘটনায় মটরসাইকেলের মালিক একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠকর্মী সাদ্দাম হোসেন মঙ্গলরার সন্ধ্যায় সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহারসূত্রে জানাযায়, সাদ্দাম হোসেন তার ব্যবহৃত ডিসকোভার ১২৫ সি.সি লাল ও কালো মিশ্রিত রংয়ের মটর সাইকেল উপজেলা পরিষদের মসজিদের সামনে রেখে অফিসে কর্মরত ছিলেন। দুপুরের দিকে তিনি অফিস থেকে বাইরে এসে তার মটর সাইকেলটি দেখতে না পেয়ে খোজাখুজি করেন। কিন্তু মটর সাইকেলটি আর পাওয়া যায়নি। পরবর্তীতে তিনি ওই দিন সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক শেখ এজাহার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।