সাতক্ষীরা সদর উপজেলা ফুটবল টিমের প্রশিক্ষণ উদ্বোধন


458 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা সদর উপজেলা ফুটবল টিমের প্রশিক্ষণ উদ্বোধন
নভেম্বর ৩, ২০১৫ খেলা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আলতাফ হোসেন বাবু :
সাতক্ষীরা জেলা প্রশাসক এবং জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী ১৫ই নভেম্বর থেকে সাতক্ষীরা ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্ট-১৫।

উক্ত টুর্ণামেন্টে অংশ গ্রহণ করতে সদর উপজেলা ফুটবল টিমের প্রশিক্ষণ শুরু হয়েছে। সদর উপজেলা ফুটবল টিমের প্রশিক্ষণ মঙ্গলবার বিকাল ৩টায় সাতক্ষীরা ষ্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজামউদ্দীন, অর্থ সম্পাদক সাইদুর রহমান শাহীন, কবিরউদ্দীন আহমেদ, জেলা ফুলবল এ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিঃ সিরাজুল ইসলাম খান। এছাড়া উপস্থিত ছিলেন ফুটবল প্রশিক্ষক আরিফ হাসান প্রিন্স, রিফারী ইকবাল কবির খান বাপ্পি। জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্টে সদর উপজেলা ফুটবল দলে অংশ গ্রহণ করতে উপজেলার ২০জন খেলোয়াড় প্রশিক্ষণ গ্রহণ করছে।