
স্টাফ রিপোর্টার :
প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি শিক্ষকগণের সমন্বয়ে সাতক্ষীরা সদরে অন লাইন এমপিও সংক্রান্ত ওরিয়েন্টেশন
মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে মঙ্গলবার অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জয়নাল আবদীন
অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা মো: আমিনুল ইসলাম টুকু। এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাবেক সাধারন সম্পাদক মোজাফফর রহমান, সাতক্ষীরা জেলা স্কাউটসের সম্পাদক ঈদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় সাতক্ষীরা সদর উপজেলার সকল স্কুল, মাদ্রাসা ও কলেজ এর প্রতিষ্ঠান প্রধানসহ আইসিটি ভুক্ত শিক্ষকরা অংশ গ্রহণ করেন।
কর্মশালায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক গণের এমপিও, বি.এড স্কেল, টাইম স্কেল, প্রোমোশন, ট্রান্সফার, নাম কর্তন ও ভুল সংশোধন কিভাবে অন লাইনে আবেদন করতে হবে তা পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন জেলা আইসিটি টিমের অন্যতম মো: তৈবুর রহমান
এদিকে মঙ্গলবার সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের আয়োজনে কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মুহাম্মদ তেজারত।
অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা মো: আমিনুল ইসলাম টুকু।
কর্মশালায় সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার সকল স্কুল, মাদ্রাসা ও কলেজ এর প্রতিষ্ঠান প্রধানসহ আইসিটি ভুক্ত শিক্ষকরা অংশ গ্রহণ করেন।
কর্মশালায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক গণের এমপিও, বি.এড স্কেল, টাইম স্কেল, প্রোমোশন, ট্রান্সফার, নাম কর্তন ও ভুল সংশোধন কিভাবে অন লাইনে আবেদন করতে হবে তা পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন জেলা আইসিটি টিমের অন্যতম মো: তৈবুর রহমান।