
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মোবাইল চুরির সময় সোমবার বেলা সাড়ে ৩টায় এক মোবাইল চোরকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ হাসপাতালে ভর্তিকৃত এক রোগীর মোবাইল ফোনটি উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক রোগী জানান, শুয়ে থাকা অবস্থায় আমার মাথার কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে দ্রুত তিন তলা থেকে নিচে নেমে আসে। আমিও পেছনে এসে নিচে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিষয়টি জানালে তারা চোরকে মোবাইলসহ হাতেনাতে আটক করে। পুলিশ সদস্য আনিস জানান, আটককৃত চোর শহরের টাউনক্লাব এলাকার বাসিন্দা। সে শহরে চান্নী নামে পরিচিত।