সাতক্ষীরা সমমনা আইনজীবী পরিষদের কমিটি গঠন


402 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা সমমনা আইনজীবী পরিষদের কমিটি গঠন
ফেব্রুয়ারি ১৩, ২০১৬ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরায় সমমনা আইনজীবী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের উপলক্ষ্যে শনিবার বিকাল ৫টায় সাতক্ষীরা আইনজীবী সমিতির কার্যালয়ে সমমনা আইনজীবী পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এড. অনিত মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এড. অনিত মুখার্জী আহবায়ক ও এড. অহিদুজ্জামান, এড. জি.এম ওকালত হোসেন, এড. সাইদুজ্জামান (জিকো) কে যুগ্ম আহবায়ক এবং এড. শেখ ইস্তিয়াক মাহমুদ শাওনকে সদস্য সচিব ও এড. তামিম আহমেদ সোহাগ মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।