
আব্দুর রহমান :
সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পুজা সাহা (১৫) রোববার দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। পুজা সাহা সুলতানপুর সাহা পাড়ার নির্মল সাহা’র কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পুজা সাহা পায়ে আঘাত পেয়ে প্রায় ১ মাস স্কুলে যেতে পারিনি। তার মা সুজাতা সাহা তাকে স্কুলে যাওয়ার কথা বললে সে মায়ের সাথে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। সেসময় তার মা ও বোনেরা টের পেয়ে ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।’
সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার নাজনীন সুলতানা গুরুত্বর অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা দেন। রোগীর অবস্থার অবনতি হওয়ায় ডাঃ আজমল হোসেন তাকে খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।