সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


495 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মার্চ ১৭, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আব্দুর রহিম ::

বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপাতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান শিক্ষক মনোয়ারা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, সহকারি শিক্ষক মো. আব্দুল হামিদ, ইয়াহিয়া ইকবাল, মো. সিরাজুল ইসলাম, মো. আবদুস ছবুর, গাজী মোমীন উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।