
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ে এ প্রীতিভোজে প্রধান শিক্ষক মনোয়ারা খাতুনের সভাপতিতে অংশ নেন বিদায়ী জেলা প্রশাসক নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রাসাশক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন, কোষাধ্যক্ষ সাইদুর রহমান শাহীন, আ.ম আক্তারুজ্জামান মুকুল, আলতাফ হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শামীমা ইসমত আরা, সহকারী শিক্ষক ইয়াহিয়া ইকবাল, পিএনস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রাধান শিক্ষক মো: আমিনুর রহমান, সমরেশ কুমার দাশ, মো:সিরাজুল ইসলাম, জি,এম আলতাফ হোসেন, শেখ মুস্তাফিজুর রহমান, মো: আব্দুল হামিদ, মো: আবু সাইদ, মো: রুহুল কুদ্দুস, মো: আব্দুস ছবুর ও গাজী মোমিন উদ্দীনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাথী ও অভিভাবকবৃন্দ।