
স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানাইলাল মজুমদারের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সহকারী শিক্ষক গাজী মোমিন উদ্দীন। অনুষ্ঠানের শুরুতে বাসায় বসে অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে শিক্ষার্থী এমএন আযীম খান, গীতা থেকে পাঠ করেন সঞ্জয় কুমার দাশ। এছাড়া অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। কারিগরি সহযোগী ছিলেন সহকারী শিক্ষক গাজী মহব্বত হোসেন, পলাশ কান্তি বিশ্বাস ও শেখ মুস্তাফিজুর রহমান। সবশেষে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আবুল কালাম আযাদ।