
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে গতকাল ০৮ মে সকাল ০৯ টায় বিদ্যালয় মিলনায়তনে বিশ^কবি পরীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, মোঃ আব্দুল হামিদ, সহকারী শিক্ষক গাজী মোমিন উদ্দীন, মোঃ কাবিজুল ইসলাম, কানাইলাল মজুমদার, জি.এম. আলতাফ হোসেন, শেখ মুস্তাফিজুর রহমান প্রমূখ। বক্তারা বিশ^কবির জন্ম ও কর্মের উপর জ্ঞানগর্ভ আলোচনায় বলেন, শিশুদের আগামীদিনের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা অনেক কাজে লাগবে। আলোকিত মানুষ হতে রবীন্দ্রনাথকে জানতে হবে, বেশি বেশি করে তার বই পড়তে হবে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, রচনা লেখা ও সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি