
দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সাতক্ষীরা সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমার কে বাংলাদেশ ছাত্রমৈত্রী সাতক্ষীরা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অধ্যক্ষে কক্ষে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস এম আফজাল হোসেন, সরকারি কলেজে অধ্যয়নরত জেলা ছাত্রমৈত্রীর সভাপতি প্রণয় কান্তি সরকার, কলেজ শাখায় দায়িত্বরত আহবায়ক পলাশ কুমার দাশ, জেলা ছাত্রমৈত্রীর সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ মন্ডল, মোঃ ওবায়দুল্লাহ, মিলন সানা, শিমুল গাইন প্রমুখ। শুভেচ্ছা বিনিময়কালে কলেজ অধ্যক্ষ কলেজ ক্যাম্পাসে সুষ্ঠ ও প্রগতিশীল ধারার রাজনীতির চর্চাসহ সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে থাকার উদ্যাত্ত আহ্বান জানান এবং ছাত্রমৈত্রীর নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসে সুষ্ঠ ধারার রাজনীতি চর্চা ও কলেজ প্রশাসনকে সর্বাত্মক ভাবে সাহায্যের প্রতিশ্রুতি দেন।
প্রেস বিজ্ঞপ্তি