
এস এম সেলিম হোসেন :
সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারি কলেজ মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ লিয়াকত পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, উপদেষ্টা হিসেবে ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিক্ষক পর্ষদের সম্পাদক ও রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আবুল কালাম আজাদ, ক্রীড়া প্রতিযোগিতায় আহিবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম আবুল হোসেন, ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনায় ছিলেন ইতিহাস বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক মোঃ আব্দুল গফ্ফার। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রত্যেক বিভাগে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং প্রত্যেক বিভাগ তাদের স্ব স্ব ব্যানারে র্যালী করে মাঠ ত্যাগ করে । সমগ্র অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন ভুগোল ও পরিবেশ বিভাগের সহকারি অধ্যাপক আ.ন.ম গাউছার রেজা। বিকাল সাড়ে ৪টায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ।