
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রী হোষ্টেল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সরকারি কলেজের পূর্বপাশে ছাত্রী হোষ্টেল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও সরকারি কলেজের প্রথম ভিপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে সরকরি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএম শওকত হোসেন। এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ আমানউল্লাহ হাদী, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী কবিরউদ্দীন আহমেদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. তামিম আহমেদ সোহাগ প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পৌনে কোটি টাকা ব্যায়ে ৪তলা বিশিষ্ট ১০০শয্যার ছাত্রী হোষ্টেল নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সদর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।