
আব্দুর রহিম :
সাতক্ষীরা সরকারি কলেজের ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ রমজান সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পর্ষদ এর আয়োজনে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমারের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত পারভেজ, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, সরকারি কলেজের উপাধ্যক্ষ এস.এম আফজাল হোসেন, শিক্ষক পর্ষদ সম্পাদক আমান উল্লাহ আল-হাদী, সাবেক অধ্যক্ষ এ.কে.এম মোকাররম আলী, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ সুকুমার দাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পর্ষদের শিক্ষকবৃন্দ ও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী সাহেদ পারভেজ ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ সাইফুল্লাহ ফুয়াদ।