সাতক্ষীরা সরকারি কলেজে মাস্টার্স প্রথম ভাগ (প্রিভিয়াস) কোর্সে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু


1522 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা সরকারি কলেজে মাস্টার্স প্রথম ভাগ (প্রিভিয়াস) কোর্সে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু
নভেম্বর ২২, ২০১৫ ফটো গ্যালারি শিক্ষা
Print Friendly, PDF & Email

আব্দুর রহমান:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতক্ষীরা সরকারি কলেজে ২০১৩-২০১৪  শিক্ষাবর্ষে  ১ম  মাস্টার্স (নিয়মিত) কোর্সে অনলাইনে ভর্তি কার্যক্রম চলছে। আগামী ২৫ নভেম্বর ২০১৫ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। সাতক্ষীরা সরকারি কলেজে মাস্টার্স প্রথম ভাগ (প্রিভিয়াস) এর বিষয় সমুহ : বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত  আবেদন  ফরম  পূরণ  করে  প্রাথমিক  আবেদন ফি বাবদ ৩০০/ (তিনশত) টাকা  সাতক্ষীরা সরকারি কলেজে ২৬ নভেম্বর ২০১৫ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১ম মাস্টার্স  ১ম পর্ব (নিয়মিত) কোসের্র ভর্তি কার্যক্রমের আবেদনকারী প্রার্থীদের কোন ভর্তি পরীক্ষা দিতে  হবে  না। আবেদনের সাধারণ যোগ্যতা ঃ ক) জাতীয়  বিশ্ববিদ্যালয় থেকে  তিন  বছর  মেয়াদী  স্নাতক  (পাস) পরীক্ষায়  নূন্যনতম  তৃতীয় বিভাগে  উত্তীর্ণ  অথবা  চার  বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় পাস ডিগ্রী প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে এবং ভর্তিচ্ছু বিষয়ে (৪০০ নম্বর সম্বলিত) নূন্যতম ৪০% নম্বর থাকতে হবে। খ) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে  স্নাতক (পাস)/সার্র্টিফিকেট কোর্সে প্রাইভেট পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে না। মাস্টার্স প্রথম ভাগ (প্রিভিয়াস) কোর্সে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নির্বারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ ও উপাধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী।