
জেলা সরকারি গণগ্রন্থাগার, সাতক্ষীরা পাঠক ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় জেলা সরকারি গণগ্রন্থাগার এর হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা সরকারি গণগ্রন্থাগার, সাতক্ষীরা কার্যালয়ের কর্মকর্তা মো. আল-মামুন হাওলাদার এর সভাপতিত্বে ও লাইব্রেরি এ্যাসিসটেন্টে কিনারাম কুমার এর সঞ্চলনায় উপস্থিত ছিলেন পাঠক ফোরামের সদস্য মো. লুৎফর রহমান, মো. বাবর আলী, কামরুন নাহার, মো. নুর ইসলাম, আবু দাউদ কামাল, সুশান্ত বাছাড়, মো. আজহারুল আলম, মাকসুদ রানা, তাপস মন্ডল, সবুজ কান্তি মন্ডল, মো. মুনসুর রহমান প্রমূখ। সভায় জেলা সরকারি গণগ্রন্থাগার, সাতক্ষীরা কার্যালয়ের কর্মকর্তা মো. আল-মামুন হাওলাদার লাইব্রেরির পাঠক সংখ্যা বৃদ্ধি, বই পাঠে ছাত্র-ছাত্রী ও পাঠকদের আগ্রহ সৃষ্টির পাশাপাশি বাৎসরিক বনভোজন এর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি