
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।
এসময় তিনি বলেন, জেলার শ্রেষ্ঠ দুটি বিদ্যাপীঠের মধ্যে এটি একটি অন্যতম বিদ্যাপীঠ। নারী শিক্ষা ও প্রগতিতে এ বিদ্যালয়ের সুনাম বহু দিনের। বিগত বছর গুলোতে এ বিদ্যালয়ের সার্বিক ফলাফল ১০০%। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে সুনাম ধরে রেখেছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক অলক কুমার তরফদার, শামিমা ইসমত আরা, উম্মে হাবীবা, ইয়াহিয়া ইকবাল, শফিউল ইসলাম, মততাজ হোসেন, রবিউল ইসলামসহ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।