
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ রমজান বিদ্যালয়ের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।
ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, এনএসআই ডিডি মোজাম্মেল হক, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম।
এসময় আরো উপস্থিত ছিলেন ডিডিএনএসআই’র সহকারী পরিচালক আনিছুজ্জামান, অধ্যক্ষ আব্দুল মাজেদ, সৈয়দ হায়দার আলী তোতা, জ্যোসি, আব্দুল জলিল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামিমা ইসমত আরা, সহকারী শিক্ষক আবুল খায়ের, অলক কুমার তরফদার, শফিউল ইসলাম, ইয়াহিয়া ইকবাল, মমতাজ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।