সাতক্ষীরা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার আহবায়ক কমিটি গঠন


320 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার আহবায়ক কমিটি গঠন
মার্চ ৬, ২০১৬ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

সাতক্ষীরার লুকায়িত প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে সুযোগ করার লক্ষে “সাতক্ষীরা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা” প্রতিষ্ঠা করেন সাতক্ষীরার কৃতি সন্তান, টিভি নাট্য পরিচালক জি. এম. সৈকত। দীর্ঘ দিন ধরে এই সাংগঠনটি সাতক্ষীরার সাংস্কৃতিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি অসহায় মানুষের কল্যানে কাজ করছে। গতকাল সংগঠনের কার্যালয়ে নতুন করে জি. এম. সৈকত কে আহবায়ক করে ২৭ সদস্য বিশিস্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন – প্রান নাথ দাশ, প্রবাস চ্যাটার্জী, হেনরী সরদার, অধ্যাপক মোজাম্মেল হোসেন, বকুল হায়দার, নিত্যানন্দ আমিন, এম. এ. হান্নান, রেশমা রোশনী, মোহন্ত দাস, এস. এম. ইসহাক, মূসা করিম, প্রতাপ সরকার, রাধাকান্ত মহলদার, সৈয়দ সিরাজুল ইসলাম, জিয়াউর রহমান, মোঃ সাহেব, শুকুর আলী, শংকরী হাজারী, ভগবতী হাজারী, বিসু কুমার সাধু, রাধা কান্ত দাস, তমাল সরকার, শাহারা খাতুন। খুব শিঘ্রই পূর্নাঙ্গ কমিটির ঘোষনা দিবেন জি. এম. সৈকত। যারা সাতক্ষীরা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সাথে কাজ করতে চান তারা সরাসরি যোগাযোগ করুন, জি. এম. সৈকত – ০১৭১১১১১৪২৭।